ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কোটা সংস্কার আন্দোলন

রাতভর গুজব সন্ত্রাসে বিরক্ত সাধারণ মানুষ

ছবি: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: কোটা আন্দোলন নিয়ে গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এসব গুজবে বিরক্ত ও বিভ্রান্ত হচ্ছেন সাধারণ নাগরিক। শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের মতে, গুজব সমাজে বিশৃঙ্খলা তৈরি করে যা রাষ্ট্রের জন্য হুমকি। তাই যাচাই-বাছাই না করে খবর বিশ্বাস ও ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।

ফেসবুকসহ সামাজিক মাধ্যমে দেখা গেছে, শাহবাগ ও টিএসসিতে সারারাত শিক্ষার্থীদের অবস্থান, সার্জিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার, কোটা আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রলীগ নেতাদের বোরকা পড়ে এম্বুল্যান্সে করে ঢাকা ছাড়ার মতো ভুয়া খবর ছড়ানো হয়েছে। তবে সরেজমিনে এসব ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

শনিবার রাত ১২টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিএসসি, শাহবাগ বা রাজু ভাস্কর্যে কোনো আন্দোলনকারীর উপস্থিতি ছিল না। এছাড়া পরিচিত ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও অভিনেতাদের নামে ভুয়া পোস্ট ছড়ানো হয়েছে।

ফেসবুক গ্রুপ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের আইডিতে কয়েকটি এক হাজার টাকার বান্ডিলের ছবি পোস্ট করে দাবি করা হয়, সমন্বয়ক সার্জিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে যাচাই করে দেখা যায়, ছবিটি কয়েকদিন আগে এক তরুণীর পোস্ট করা পেনশনের টাকা।

‘এজেন্সি ফ্রান্স-প্রেসের’ ফ্যাক্টচেকার কদর উদ্দিন শিশির জানান, এসব ভিডিও ও ছবি পুরোনো এবং ভুয়া।

শেয়ার করুন
জনপ্রিয়

কোটা সংস্কার আন্দোলন

রাতভর গুজব সন্ত্রাসে বিরক্ত সাধারণ মানুষ

আপডেট : ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

ঢাকা: কোটা আন্দোলন নিয়ে গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এসব গুজবে বিরক্ত ও বিভ্রান্ত হচ্ছেন সাধারণ নাগরিক। শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের মতে, গুজব সমাজে বিশৃঙ্খলা তৈরি করে যা রাষ্ট্রের জন্য হুমকি। তাই যাচাই-বাছাই না করে খবর বিশ্বাস ও ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।

ফেসবুকসহ সামাজিক মাধ্যমে দেখা গেছে, শাহবাগ ও টিএসসিতে সারারাত শিক্ষার্থীদের অবস্থান, সার্জিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার, কোটা আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রলীগ নেতাদের বোরকা পড়ে এম্বুল্যান্সে করে ঢাকা ছাড়ার মতো ভুয়া খবর ছড়ানো হয়েছে। তবে সরেজমিনে এসব ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

শনিবার রাত ১২টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিএসসি, শাহবাগ বা রাজু ভাস্কর্যে কোনো আন্দোলনকারীর উপস্থিতি ছিল না। এছাড়া পরিচিত ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও অভিনেতাদের নামে ভুয়া পোস্ট ছড়ানো হয়েছে।

ফেসবুক গ্রুপ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের আইডিতে কয়েকটি এক হাজার টাকার বান্ডিলের ছবি পোস্ট করে দাবি করা হয়, সমন্বয়ক সার্জিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে যাচাই করে দেখা যায়, ছবিটি কয়েকদিন আগে এক তরুণীর পোস্ট করা পেনশনের টাকা।

‘এজেন্সি ফ্রান্স-প্রেসের’ ফ্যাক্টচেকার কদর উদ্দিন শিশির জানান, এসব ভিডিও ও ছবি পুরোনো এবং ভুয়া।

শেয়ার করুন