ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কোটা সংস্কার আন্দোলন

প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ, দেশত্যাগ মন্ত্রী-এমপি ও ব্যবসায়ীদের

গ্রাফিক্স: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: বর্তমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী-এমপি, আমলা এবং আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে।

বিমানবন্দরের সূত্র মতে, শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৭ জন দেশত্যাগ করেছেন। এদের মধ্যে একাধিক মন্ত্রী-এমপি ও আমলা রয়েছেন।

আলোচিত ব্যবসায়ী এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, যিনি প্রধানমন্ত্রীকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন দেশের এই ক্রান্তিকালে বিএস ২১৭ নাম্বার ফ্লাইটে দেশ ছেড়েছেন। তার মতো আরও সিআইপি, মন্ত্রী-এমপিদের দেশত্যাগের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। তার পরিবারের সদস্যরা পৃথক ফ্লাইটে লন্ডনে গেছেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূর ই আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীমসহ মোট ১৭ জন ভিআইপি ও সিআইপির দেশত্যাগের কথা রয়েছে।

মেয়র তাপস বিমানের ভেতরে দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা জানান, তাপস একাই সিঙ্গাপুরে গেছেন এবং তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি। -যুগান্তর

শেয়ার করুন
জনপ্রিয়

কোটা সংস্কার আন্দোলন

প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ, দেশত্যাগ মন্ত্রী-এমপি ও ব্যবসায়ীদের

আপডেট : ১২:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

ঢাকা: বর্তমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী-এমপি, আমলা এবং আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে।

বিমানবন্দরের সূত্র মতে, শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৭ জন দেশত্যাগ করেছেন। এদের মধ্যে একাধিক মন্ত্রী-এমপি ও আমলা রয়েছেন।

আলোচিত ব্যবসায়ী এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, যিনি প্রধানমন্ত্রীকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন দেশের এই ক্রান্তিকালে বিএস ২১৭ নাম্বার ফ্লাইটে দেশ ছেড়েছেন। তার মতো আরও সিআইপি, মন্ত্রী-এমপিদের দেশত্যাগের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। তার পরিবারের সদস্যরা পৃথক ফ্লাইটে লন্ডনে গেছেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূর ই আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীমসহ মোট ১৭ জন ভিআইপি ও সিআইপির দেশত্যাগের কথা রয়েছে।

মেয়র তাপস বিমানের ভেতরে দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা জানান, তাপস একাই সিঙ্গাপুরে গেছেন এবং তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি। -যুগান্তর

শেয়ার করুন