ঢাকা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে সুনীতি-শান্তি হল করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) শিক্ষার্থীদের প্যাডে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রোববার (৪ আগস্ট) বেশ কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে ৩ আগস্ট থেকে হলের নতুন নাম কার্যকর হবে। হল প্রশাসনকে দ্রুত প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানানো হয়েছে।
সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষের স্মরণে হলের নতুন নামকরণ করা হয়েছে। তারা কুমিল্লা অঞ্চলে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন।
এক শিক্ষার্থী জানান, আন্দোলনের পর হলের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেন। বর্তমান প্রেক্ষাপটে স্বৈরাচারী নামের হলে থাকা তাদের বিবেকের কাছে আটকায়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মেহের নিগার বলেন, শিক্ষার্থীদের মানসিক অবস্থা বুঝতে পারছেন। তবে বিষয়টি পুরোপুরি হল কর্তৃপক্ষের ওপর নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।