ঢাকা: বাংলাদেশে পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাধারণ শিক্ষার্থী হত্যার ঘটনায় ভারতের ৮ ছাত্রসংগঠন নিন্দা জানিয়েছে। ঢাকায় চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় ৬ ছাত্র নিহত হয়েছে।
এই ঘটনায় ভারতের ৮ টি বড় রাজনৈতিক ছাত্রসংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা হতাহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।
“ভারতের ছাত্রসংগঠনসমূহের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা” শিরোনামে একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছে। বামপন্থী পাঁচ ছাত্রসংগঠন- অল ইন্ডিয়া স্টুডেন্টস’ ফেডারেশন (এআইএসএফ), অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস’ অর্গানাইজেশন (এআইডিএসও), অল ইন্ডিয়া স্টুডেন্টস’ এসোসিয়েশন (এআইএসএ), অল ইন্ডিয়া স্টুডেন্টস’ ব্লক (এআইএসবি), প্রগ্রেসিভ স্টুডেন্টস’ ইউনিয়ন (পিএসইউ) -এই বিবৃতিতে স্বাক্ষর করেছে।
বিবৃতিতে তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করেছে। পুলিশি বর্বরতা ও ছাত্রলীগের গুণ্ডামির নিন্দা জানিয়েছে। বাংলাদেশ সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছে। বাংলাদেশের ছাত্রদের স্বার্থে তাদের অকুন্ঠ সমর্থন ও সংগ্রামী অভিনন্দন জানিয়েছে।
এছাড়াও, এআইএসএ, এসএফআই, এবং এআইএসএফ (পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ) পৃথকভাবেও বিবৃতি দিয়েছে। তারা একইভাবে ছাত্রমৃত্যুর ঘটনায় নিন্দা ও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছে।
এদিকে, তৃণমূল ছাত্রপরিষদের সাবেক রাজ্য সম্পাদক সুপ্রিয় চন্দ এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ। ছাত্র আন্দোলনের কোন মূল্যবান জীবন রাষ্ট্রযন্ত্রের হাতে খুন হলে তা হতাশার। আবেগ, আলোচনা ও সমাধানের বিকল্প সন্ত্রাস কিংবা গুলি হতে পারে না।”