ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কোটা সংস্কার আন্দোলন

ঢাবিতে ইমেরিটাস অধ্যাপক ও সাবেক ভিসিদের বৈঠক

গ্রাফিক্স: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি নিয়ে ইমেরিটাস অধ্যাপক ও সাবেক ভিসিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নিহতদের প্রতি শোক, আহতদের দ্রুত আরোগ্য কামনা, এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ঢাবি ভিসি কার্যালয়সংলগ্ন লাউঞ্জে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সাবেক ভিসি অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক এস এম এ ফায়েজ ও অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ ছয়জন ইমেরিটাস অধ্যাপক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রার বৈঠকে অংশ নেন।

কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৭ জুলাই ঢাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পুলিশি অভিযানের পর আবাসিক হলগুলো খালি করা হয়।

বৈঠকে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির ব্যবস্থা করার কথা বলা হয়। এছাড়া মেধার ভিত্তিতে হলের আসন বণ্টনের বিষয়েও আলোচনা হয়।

ভিসি অধ্যাপক মাকসুদ কামাল বলেন, বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হবে তা নিয়েও মতামত নেওয়া হয়েছে।

শেয়ার করুন
জনপ্রিয়

কোটা সংস্কার আন্দোলন

ঢাবিতে ইমেরিটাস অধ্যাপক ও সাবেক ভিসিদের বৈঠক

আপডেট : ০১:২৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি নিয়ে ইমেরিটাস অধ্যাপক ও সাবেক ভিসিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নিহতদের প্রতি শোক, আহতদের দ্রুত আরোগ্য কামনা, এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ঢাবি ভিসি কার্যালয়সংলগ্ন লাউঞ্জে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সাবেক ভিসি অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক এস এম এ ফায়েজ ও অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ ছয়জন ইমেরিটাস অধ্যাপক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রার বৈঠকে অংশ নেন।

কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৭ জুলাই ঢাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পুলিশি অভিযানের পর আবাসিক হলগুলো খালি করা হয়।

বৈঠকে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির ব্যবস্থা করার কথা বলা হয়। এছাড়া মেধার ভিত্তিতে হলের আসন বণ্টনের বিষয়েও আলোচনা হয়।

ভিসি অধ্যাপক মাকসুদ কামাল বলেন, বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হবে তা নিয়েও মতামত নেওয়া হয়েছে।

শেয়ার করুন