ঢাকা: কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল। পরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে গুচ্ছের ওয়েবসাইট https://acas.edu.bd-এ।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২০, ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিতসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৩ সালে এসএসসি মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
এর আগে গত ১৬ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ, বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের হবে, যা ১২ এপ্রিল সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৩% মুক্তিযোদ্ধা কোটা, ১% প্রতিবন্ধী কোটা এবং ১% উপজাতি/পার্বত্য অঞ্চলের বাংলাদেশি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে।
কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।