ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১৫ দিনের মধ্যেই জবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

গ্রাফিক্স: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, এই পরীক্ষার ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশিত হতে পারে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপাচার্য বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে, যেখানে উপস্থিতির হার ৯০-৯৫ শতাংশের মধ্যে থাকতে পারে। মেধাতালিকা নির্ধারণে প্রতি শিফটের উপস্থিতির অনুপাতে প্রোপোরশনাল মেধাক্রম দেওয়া হবে। খাতা মূল্যায়ন সময়সাপেক্ষ হলেও দ্রুত ফল প্রকাশের জন্য কাজ চলছে।

ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনি অংশের নম্বরের ভিত্তিতে মোট আসনের দশ গুণ পরীক্ষার্থীর লিখিত উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে। তবে এই সংখ্যা নির্দিষ্ট নয়, পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট পাশ নম্বর না থাকলেও আসনসংখ্যার ভিত্তিতে কাট-অফ স্কোর নির্ধারণ করা হবে।

লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে নম্বর প্রদানে কোনো বৈষম্য না থাকে। সংশ্লিষ্ট শিক্ষকরা নির্ধারিত মডেল উত্তর অনুযায়ী মূল্যায়ন করবেন।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, ‘ডি’ ইউনিটে মোট ২৪ হাজার ৯৫৬টি আবেদন জমা পড়েছে, যেখানে আসনসংখ্যা ৫৯০টি। বিকেল ৩:৩০ থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য ৭২ নম্বর (৪৮ নম্বর বর্ণনামূলক), বহুনির্বাচনি পরীক্ষার জন্য ২৪ নম্বর, এসএসসি জিপিএর জন্য ১২ নম্বর এবং এইচএসসি জিপিএর জন্য ১৬ নম্বর বরাদ্দ রয়েছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জন্য পরবর্তীতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

শেয়ার করুন
জনপ্রিয়

১৫ দিনের মধ্যেই জবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

১৫ দিনের মধ্যেই জবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ০৩:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, এই পরীক্ষার ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশিত হতে পারে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপাচার্য বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে, যেখানে উপস্থিতির হার ৯০-৯৫ শতাংশের মধ্যে থাকতে পারে। মেধাতালিকা নির্ধারণে প্রতি শিফটের উপস্থিতির অনুপাতে প্রোপোরশনাল মেধাক্রম দেওয়া হবে। খাতা মূল্যায়ন সময়সাপেক্ষ হলেও দ্রুত ফল প্রকাশের জন্য কাজ চলছে।

ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনি অংশের নম্বরের ভিত্তিতে মোট আসনের দশ গুণ পরীক্ষার্থীর লিখিত উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে। তবে এই সংখ্যা নির্দিষ্ট নয়, পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট পাশ নম্বর না থাকলেও আসনসংখ্যার ভিত্তিতে কাট-অফ স্কোর নির্ধারণ করা হবে।

লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে নম্বর প্রদানে কোনো বৈষম্য না থাকে। সংশ্লিষ্ট শিক্ষকরা নির্ধারিত মডেল উত্তর অনুযায়ী মূল্যায়ন করবেন।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, ‘ডি’ ইউনিটে মোট ২৪ হাজার ৯৫৬টি আবেদন জমা পড়েছে, যেখানে আসনসংখ্যা ৫৯০টি। বিকেল ৩:৩০ থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য ৭২ নম্বর (৪৮ নম্বর বর্ণনামূলক), বহুনির্বাচনি পরীক্ষার জন্য ২৪ নম্বর, এসএসসি জিপিএর জন্য ১২ নম্বর এবং এইচএসসি জিপিএর জন্য ১৬ নম্বর বরাদ্দ রয়েছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জন্য পরবর্তীতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

শেয়ার করুন