ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কোটা সংস্কার আন্দোলন

বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা যাবে না: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

গ্রাফিক্স: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে অসত্য, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ বা বানোয়াট তথ্য শেয়ার না করার জন্য। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ৩১ জুলাই তারিখে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. হামিদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পাঁচ লাখ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। সরকারি কর্মচারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের কোনো কার্যক্রম সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯’ এর বিরুদ্ধে।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২০১৯ সালের নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক। এ বিষয়ে আগেই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা হয়েছে।

শেয়ার করুন
জনপ্রিয়

কোটা সংস্কার আন্দোলন

বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা যাবে না: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

আপডেট : ১০:৪২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে অসত্য, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ বা বানোয়াট তথ্য শেয়ার না করার জন্য। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ৩১ জুলাই তারিখে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. হামিদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পাঁচ লাখ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। সরকারি কর্মচারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের কোনো কার্যক্রম সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯’ এর বিরুদ্ধে।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২০১৯ সালের নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক। এ বিষয়ে আগেই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা হয়েছে।

শেয়ার করুন