ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

গ্রাফিক্স: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদানসহ ক্যাম্পাসে চারদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি চালিয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে চারদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত তেজগাঁও কলেজ বর্তমানে প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান, যেখানে ২৮টি বিভাগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকেই এ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা ও গবেষণায় অসামান্য সাফল্য অর্জন করে আসছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশে অনেক কলেজ ইতোমধ্যে জাতীয়করণ করা হলেও প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই কলেজটি এখনো সরকারি হয়নি। এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধার অভাব একটি গুরুতর সমস্যা।

সংগঠনটি তাদের দাবির মধ্যে উল্লেখ করেছে—তেজগাঁও কলেজকে দ্রুত সরকারিকরণ, ছাত্র সংসদ কার্যকর, আবাসন সংকট নিরসন, শুন্য পদে শিক্ষক নিয়োগ, পরিবহণ সুবিধা বৃদ্ধি, ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন ও মূল্য হ্রাস, এবং ক্যাম্পাসের প্রধান ফটকের ভাসমান দোকান উচ্ছেদ।

ছাত্র অধিকার পরিষদ তাদের দাবি আদায়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন
জনপ্রিয়

১৫ দিনের মধ্যেই জবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

আপডেট : ০৬:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা: তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদানসহ ক্যাম্পাসে চারদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি চালিয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে চারদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত তেজগাঁও কলেজ বর্তমানে প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান, যেখানে ২৮টি বিভাগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকেই এ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা ও গবেষণায় অসামান্য সাফল্য অর্জন করে আসছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশে অনেক কলেজ ইতোমধ্যে জাতীয়করণ করা হলেও প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই কলেজটি এখনো সরকারি হয়নি। এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধার অভাব একটি গুরুতর সমস্যা।

সংগঠনটি তাদের দাবির মধ্যে উল্লেখ করেছে—তেজগাঁও কলেজকে দ্রুত সরকারিকরণ, ছাত্র সংসদ কার্যকর, আবাসন সংকট নিরসন, শুন্য পদে শিক্ষক নিয়োগ, পরিবহণ সুবিধা বৃদ্ধি, ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন ও মূল্য হ্রাস, এবং ক্যাম্পাসের প্রধান ফটকের ভাসমান দোকান উচ্ছেদ।

ছাত্র অধিকার পরিষদ তাদের দাবি আদায়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন