ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন থেকে আটক ১৩

গ্রাফিক্স: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির সময় তাদের আটক করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এছাড়া, একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের বাতিল হওয়া নিয়োগ পুনর্বহালের দাবিতে টানা আটদিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রায় শতাধিক শিক্ষক দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। দুপুর আড়াইটার পর পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা পৌনে তিনটার দিকে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন।

শেয়ার করুন
জনপ্রিয়

১৫ দিনের মধ্যেই জবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন থেকে আটক ১৩

আপডেট : ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির সময় তাদের আটক করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এছাড়া, একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের বাতিল হওয়া নিয়োগ পুনর্বহালের দাবিতে টানা আটদিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রায় শতাধিক শিক্ষক দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। দুপুর আড়াইটার পর পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা পৌনে তিনটার দিকে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন।

শেয়ার করুন