ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দিয়েছিলেন। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই তথ্য জানান।
আব্দুল হান্নান মাসুদ জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণভবনে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা বলেছিলেন, “ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে। আগে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর আমরা বৈঠকে বসবো কি না ভেবে দেখবো।”
তিনি আরও জানান, আগামীকাল (শনিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে। তিনি নাগরিকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি বৈঠকে সমন্বয়কদের সঙ্গে বসার দায়িত্ব দেওয়া হয় জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে।
নেতারা বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের আপত্তি নেই। তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।”