ঢাকা: বর্তমানে ইউরোপীয় সমাজ ব্যবস্থা, দৃঢ় অর্থনীতি ও মানসম্পন্ন উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আদর্শ একটি দেশ বেলজিয়াম। ইউরোপের অন্যতম উন্নত দেশ এটি। অন্যান্য দেশের থেকে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয় এখানে।
বেলজিয়াম সরকার এবং আঞ্চলিক সরকারগুলো শিক্ষার্থীদের আইইএলটিএস ছাড়াই স্কলারশিপের সুযোগ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি স্কলারশিপ:
১. গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ: এক বছরের বিশেষ স্নাতকোত্তর প্রোগ্রাম বা উন্নত প্রশিক্ষণ কোর্সের জন্য।
২. মাস্টার মাইন্ড স্কলারশিপ: ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য।
৩. ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ: বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য।
৪. ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম: ফ্লেমিশ ইউনিভার্সিটিতে পড়ার জন্য।
৫. গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ: উন্নয়নশীল দেশগুলোর পিএইচডি প্রার্থীদের জন্য।
এছাড়া কিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই পড়া যায়, যেমন: ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলস, অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়, ঘেন্ট বিশ্ববিদ্যালয়, কে ইউ লিভেন, হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়।
আইইএলটিএস ছাড়া আবেদন করতে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন ইংরেজি ভাষায় পূর্ববর্তী ডিগ্রি অর্জন ও ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ।
বেলজিয়ামের বার্ষিক টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে ৯ হাজার ইউরো পর্যন্ত হতে পারে, যা বিষয় ও বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন হয়। তৃতীয় বিশ্বে দেশের জন্য বিশেষ ছাড়ও রয়েছে।