ঢাকা: অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। বিশ্বমানের শিক্ষা, গবেষণার সুযোগ এবং বহুমুখী সংস্কৃতির কারণে প্রতি বছর হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী সেখানে পাড়ি জমায়। এই ধারাবাহিকতায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ ঘোষিত হয়েছে, যা বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য একটি স্বর্ণসুযোগ।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়ার সুযোগ পাবেন। এতে অন্তর্ভুক্ত থাকবে—
- সম্পূর্ণ টিউশন ফি
- অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার এয়ার টিকিট
- বসবাসের যাবতীয় খরচ
- অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর এস্টাব্লিশমেন্ট ভাতা
- স্বাস্থ্যবিমা
- নির্দিষ্ট ক্ষেত্রে ফিল্ডওয়ার্কের সুযোগ
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে এবং তিনি বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে যারা ইতোমধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ীভাবে বসবাসকারী কিংবা সেখানে বসবাসের জন্য ভিসার আবেদন করেছেন, তারা এ সুযোগের জন্য যোগ্য হবেন না। এছাড়া, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকের সঙ্গে বিবাহিত বা এনগেজড ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা আবশ্যক। আবেদনকারীদের জন্য ন্যূনতম প্রয়োজনীয় স্কোর হলো—
- আইইএলটিএস: ৬.৫ (কোনো ব্যান্ড ৬-এর নিচে নয়)
- ইন্টারনেটভিত্তিক টোয়েফল (iBT): ৮৪ (প্রতিটি বিষয়ে ন্যূনতম ২১)
- পিটিই (PTE) একাডেমিক: ৫৮ (যোগাযোগ দক্ষতায় ন্যূনতম ৫০)
তবে নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও জাতিগত সংখ্যালঘুদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে; তাদের ন্যূনতম ৬ (বা সমতুল্য টোয়েফল বা পিটিই স্কোর) গ্রহণযোগ্য হবে।
আবেদন প্রক্রিয়া
স্কলারশিপের জন্য আবেদন শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এবং আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৫। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য স্কলারশিপ কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।