ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জাবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ বুধবার

গ্রাফিক্স: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ডি’ ইউনিটের ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আজকের মধ্যেই তা প্রকাশ করা হবে।

এদিকে, জাবির ভর্তি পরীক্ষা চতুর্থ দিনের মতো চলমান রয়েছে। আজ বুধবার ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাঁচটি শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় ২১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী, যা প্রতি আসনের জন্য প্রায় ২২০ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, গতকাল (মঙ্গলবার) ‘এ’ ইউনিটে নারী ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৬ হাজার ৩২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। একইভাবে, মঙ্গলবার ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১৫ হাজার ১৮১ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ।

গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৮৫ দশমিক ৩৩ শতাংশ এবং আইবিএ-জেইউ পরীক্ষায় প্রায় ৭২ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী অন্যান্য ইউনিটের ফলাফলও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

শেয়ার করুন
জনপ্রিয়

১৫ দিনের মধ্যেই জবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ বুধবার

আপডেট : ০১:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ডি’ ইউনিটের ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আজকের মধ্যেই তা প্রকাশ করা হবে।

এদিকে, জাবির ভর্তি পরীক্ষা চতুর্থ দিনের মতো চলমান রয়েছে। আজ বুধবার ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাঁচটি শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় ২১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী, যা প্রতি আসনের জন্য প্রায় ২২০ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, গতকাল (মঙ্গলবার) ‘এ’ ইউনিটে নারী ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৬ হাজার ৩২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। একইভাবে, মঙ্গলবার ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১৫ হাজার ১৮১ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ।

গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৮৫ দশমিক ৩৩ শতাংশ এবং আইবিএ-জেইউ পরীক্ষায় প্রায় ৭২ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী অন্যান্য ইউনিটের ফলাফলও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

শেয়ার করুন