ঢাকা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি সফল করতে আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
সকাল থেকেই রাজধানীর এলাকাগুলো উত্তপ্ত ছিল।
রোববার দুপুর ১টার দিকে কাটাবনে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শাহবাগ, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল এলাকায়।
বিএসএমএমইউ’র একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ীতে আন্দোলনকারী ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়। পুলিশও প্রস্তুতি নেয়। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়।
শনির আখড়া থেকে ছাত্রলীগ পিছু হটে। ধানমন্ডিতে হেলমেট পড়া যুবকদের গুলি ছুড়তে দেখা যায়।