ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কোটা সংস্কার আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের গ্রাফিতি প্রতিবাদ

ছবি: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচিতে যোগ দেন।

শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী চত্বরে কাপড় বিছিয়ে এবং সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের পশ্চিম পাশের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন। তাদের চিত্র ও লিখনগুলিতে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিফলন দেখা যায়।

চারুকলা অনুষদের শিক্ষার্থী হাবিব জানান, সারাদেশের সাথে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে তারা এই গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছেন।

আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, ছাত্র-ছাত্রীরা সাম্প্রতিক ছাত্রহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছিল। তবে পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচি পালন করেছে।

তিনি আরও বলেন, এই সৃজনশীল প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত গঠনমূলক এবং শিক্ষার্থীদের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানান।

শেয়ার করুন
জনপ্রিয়

কোটা সংস্কার আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের গ্রাফিতি প্রতিবাদ

আপডেট : ০৬:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচিতে যোগ দেন।

শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী চত্বরে কাপড় বিছিয়ে এবং সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের পশ্চিম পাশের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন। তাদের চিত্র ও লিখনগুলিতে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিফলন দেখা যায়।

চারুকলা অনুষদের শিক্ষার্থী হাবিব জানান, সারাদেশের সাথে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে তারা এই গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছেন।

আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, ছাত্র-ছাত্রীরা সাম্প্রতিক ছাত্রহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছিল। তবে পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচি পালন করেছে।

তিনি আরও বলেন, এই সৃজনশীল প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত গঠনমূলক এবং শিক্ষার্থীদের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানান।

শেয়ার করুন