ঢাকা: শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সহানুভূতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণির মানুষ। শিল্পী সমাজও এ আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে।
শিল্পীরা আজ ধানমন্ডির রবীন্দ্র সরোবরের ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ কর্মসূচিতে অংশ নেবেন। অনুষ্ঠানে ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, মাইলস ও জলের গান উপস্থিত থাকবেন।
শুক্রবার রাতে এসব ব্যান্ড তাদের পেজে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। শিল্পীরা শান্তিপূর্ণভাবে গান গেয়ে আন্দোলনের প্রতি সংহতি জানাবেন।
শিল্পীদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের অনুপ্রাণিত করা। এ ছাড়া, ঢাকার বাইরে থাকা শিল্পীরা তাদের নিজ নিজ এলাকায় সংহতি প্রকাশ করবেন।
এর আগে, শিল্পী সমাজ রাস্তায় নেমে গুলি, হত্যা ও সহিংসতা বন্ধের দাবি জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছে মাইলস, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, কুঁড়েঘর, মেকানিক্স, ক্রিপটিক ফেইট এবং গায়ক পার্থ বড়ুয়া।