ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কোটা সংস্কার আন্দোলন : আবু সাঈদ হত্যাকান্ড

এফআইআর সংশোধনের আলটিমেটাম বেরোবি শিক্ষকদের

গ্রাফিক্স: ক্যাম্পাস প্রতিদিন

ঢাকা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের এফআইআর সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শনিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে সংশোধন না হলে বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে অবস্থান কর্মসূচিতে এ আলটিমেটাম দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গুলি পুলিশ করেছে, অথচ এফআইআরে ১৬ বছরের এক শিক্ষার্থীকে দোষী করা হয়েছে।

শিক্ষক ফারজানা জান্নাত তসী বলেন, সাঈদ হত্যায় জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বরং মিথ্যা মামলায় ১৬ বছরের শিক্ষার্থীকে জড়ানো হয়েছে। সঠিক বিচার না হলে কোটা আন্দোলনের নিহতদের বিচার হবে না।

অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক উমর ফারুক বলেন, সাঈদ হত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেউ যদি জড়িত থাকে তাহলে তাকেও বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘের সহায়তায় বিচারকার্য হলে সুষ্ঠু বিচার পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ১৭ জুলাই তাজহাট থানায় মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি শুরু করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ফায়ার করে। সাঈদের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন
জনপ্রিয়

কোটা সংস্কার আন্দোলন : আবু সাঈদ হত্যাকান্ড

এফআইআর সংশোধনের আলটিমেটাম বেরোবি শিক্ষকদের

আপডেট : ১০:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

ঢাকা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের এফআইআর সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শনিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে সংশোধন না হলে বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে অবস্থান কর্মসূচিতে এ আলটিমেটাম দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গুলি পুলিশ করেছে, অথচ এফআইআরে ১৬ বছরের এক শিক্ষার্থীকে দোষী করা হয়েছে।

শিক্ষক ফারজানা জান্নাত তসী বলেন, সাঈদ হত্যায় জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বরং মিথ্যা মামলায় ১৬ বছরের শিক্ষার্থীকে জড়ানো হয়েছে। সঠিক বিচার না হলে কোটা আন্দোলনের নিহতদের বিচার হবে না।

অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক উমর ফারুক বলেন, সাঈদ হত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেউ যদি জড়িত থাকে তাহলে তাকেও বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘের সহায়তায় বিচারকার্য হলে সুষ্ঠু বিচার পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ১৭ জুলাই তাজহাট থানায় মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি শুরু করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ফায়ার করে। সাঈদের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন