ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হয়ে কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলেন। এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের ওপর হামলা করে ক্যাম্পাস ছাড়া করা যাবে না। আমরা ক্যাম্পাসেই থাকবো, প্রয়োজনে ক্যাম্পাস থেকে আমাদের লাশ বের হবে।